🌟 ডায়াবেটিস সচেতনতা সম্পর্কে মুসলিম ভাই ও বোনদের জন্য সতর্কতা! 🌟
🕋 অনেক রোজাদার এমন আছেন যারা ডায়াবেটিস এ আক্রান্ত। কিছু বিষয় জানা না থাকার কারনে অনেক ডায়াবেটিস রোগী ছোট কাট বিষয়ে ভয় পেয়ে যায়। বিশেষ করে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারনে, চিকিৎসা ক্ষেত্রে ভুল সিদ্বান্ত নিয়ে থাকেন। যেমন কোন ডায়াবেটিস রোগী রোজা অবস্থায় একটু খারাপ বা অস্থির লাগার কারনে, সে চিন্তায় পড়ে যায়, "ডায়াবেটিস কমে গেল কিনা?" আবার ডায়াবেটিস চেক করার জন্য হাত থেকে রক্ত বের করলে রোজা ভেঙ্গে যাবে কিনা এই ভয়ে ডায়াবেটিস চেক করেন না। 🤲 ইসলামে রোজা অবস্থায় রোগীর রক্ত পরীক্ষা করা অনুমোদিত, এতে আপনার রোজার কোন ক্ষতি হবে না বরং এটি ইসলামে আপনার সুস্থতার জন্য উৎসাহিত করে।
⏰ অনেক ডায়াবেটিস রোগী আছে যাদের সেহেরীতে অত্যধিক খাওয়ার কারনে হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায় এবং লো-ডোজ এ ইনসুলিন এর প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রেও ইসলাম অনুমতি দেয় যে চামড়ার নিচে ইনসুলিন গ্রহন করলে রোজার কোন ক্ষতি হবে না।
🌟 আপনার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ এবং ইসলাম আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে গুরুত্ব দিয়ে থাকে। আপনার রক্ত পরীক্ষা করা এবং ইনসুলিন সহ প্রয়োজনীয় ওষুধ নেওয়ার মাধ্যমে, আপনি না শুধুমাত্র আপনার স্বাস্থ্য সুরক্ষিত করছেন বরং ভবিষ্যতে আরো বেশি ইবাদাতের জন্য নিজেকে উপযুক্ত করছেন ।
#ধর্ম ও স্বাস্থ্য #সুস্থ মুসলিম